শোনো শোনো কথা শোনো রাগ করো না
শুনবো কি আর হাতটা ছাড়ো হাত ধরো না
জানের পাখি প্রাণের পাখি ময়না সোনা
একটু বসো একটু করো আলোচনা ।
বলেছিলে গো ভালোবাসি গো
আজ কেন এমন হলো
দুষ্টু লোকের মিষ্টি কথায়
ভালোবাসা মিথ্যে হলো ।।


বলেছিলে গো সিট খালি গো
দাঁড়িয়ে থাকাও কঠিন হলো
মুখে বলো যা কাজে নেই তা
দেখে শুনে সব ঘোরে মাথা ।।


দেশী মাছ রাজা মাছ
রাঙ্গা মাছ আর ভাজা মাছ
টাটকা রুই আর টাটকা শোল
টাটকা মাগুর কৈয়ের ঝোল
বিরিয়ানি কাচ্চি আছে
বোরহানি লাচ্ছি আছে
মাটন কারি চিকেন ফ্রাই
সবই ফ্রেশ বাসি নাই ।।


বলে তো সবাই বাসি কিছু নাই
তবু দেখা যায় ভাই হলো ভাই
মোবাইল কোর্টে ধরে কেন গো
হঠাৎ ফাইন করে কেন গো ।।


আরে ভাবি কেমন আছেন
ভালোই হলো দেখা পেয়ে
ভাই নিশ্চয়ই ভালোই আছেন
কেমন আছে ছেলে মেয়ে
ভালোই আছে আপনি কেমন
চলছে কেমন সমাজ সেবা
ছেলে মেয়েও ভালো আছে
খুবই ভালো লেখাপড়ায়
তাই তো আমি সমাজ নিয়ে
তাই তো আমি সমাজ নিয়ে
ব্যস্ত থাকি মানুষ গড়ায়
হাই আন্টি হায়, টাটা টাটা ।।


বলেছিলে গো ভালো ছেলে গো
আজ কেন গো এমন হলো
সমাজ সেবার এই তো নজির
নিজের ঘরের খবর হলো
কেন হলো কেন হলো ।।