রিটার্ন টিকিট হাতে লইয়া
আইসাছি এই দুনিয়ায়
টাইম হইলে যাইতে হবে
যাওয়া ছাড়া নাই উপায় ।।
ও মন, কোন গাড়িতে আইসা ছিলাম
কোন গাড়িতে যাবো
দুই দিনের এই ইস্টিশনে
সেই কথা কি ভাবো
খবর ছাড়াই বইসা আছো
কোন সুজনের অপেক্ষায় ।।
ও মন, নিক্তি মেপে মাল সামানের
হিসাব দিতে হবে
বাঁধলে সিথি সেই হিসাবের
সময় কি আর রবে
ভেজাল সহ ধরবো যখন
পড়বা কঠিন অবস্থায় ।।