পটুয়ার পটে আঁকা জীবন্ত জেলা এ পটুয়াখালী
সাগর কন্যা কুয়াকাটা তার সাজানো রূপের ডালি ।।


বছর জুড়ে জেলেরা এখানে মৎস্য শিকার করে
নৌকা পূর্ণ করে ফিরে যায় অলিপুর বন্দরে
সাগরের নানা প্রজাতির মাছ রঙে রঙে বর্ণালী ।।


রাখাইনদের বুনন শিল্প বিচিত্র মনোরভা
চির সুন্দর বনভূমি সোনার চরণ শোভা
চিত্ত হরর বৃত্তে এ জেলা হয়েছে বিত্তশালী ।।


সাগরের বুক চিরে যেনো জাগে ভোরের সূর্য পুবে
সান্ধ্য সূর্য সেই সাগরেই পশ্চিমে যায় ডুবে
একই সৈকতে দাঁড়িয়ে তা দেখি মাড়িয়ে সিক্ত বালি ।।