পথ চিরদিন সাথী হয়ে রয়েছে আমার
কে জানে এ পথ কোনোদিন
দেবে কিনা ঠিকানা তোমার ।।
আলোর আশাতে অথৈ আঁধারে
বেঁধেছি রাগিনী ছেঁড়া সেতারে
কে জানে কখনো এভাবেই
যাবে কিনা রাত্রি আমার ।।
না জেনে পথেরও দিশা চলেছি
নীড়ের কি সাধ আমি ভুলেছি
কে জানে বিবাগী এ মন
পাবে কিনা ঠিকানা তোমার ।।