অশ্রু আমার মুছিয়ে দিও না এ আমার চিরদিনের
এ আমার হাসতে চাওয়া ভুলের ঋণের ।।
আমি তো দু'কূল ভাঙা নদীর মতন
চলেছি ভাসিয়ে নিয়ে সুখের স্বপন
কি দিয়ে বাঁধবে তুমি পথ সেই উদাসীনের ।।
নিষেধের ওপার থেকে আমায় ডেকে
কি হবে আবার গানের পরশ রেখে
কি সুরে বাঁধবে তুমি তান সেই ভাঙা বীণের ।।