ওরে আয় আয় আয় সাধের ব্রাক্ষ্মণবাড়িয়ায়
মেঘনা কন্যা তিতাস নদীর সুরের আঙিনায় ।।


মনমোহন, আফতাব উদ্দীন দুই সাধুর সৃজন
তত্ত্ব গানের রাগ রাগিনীর অপূর্ব মিশ্রণ
ওসে, মলয়া গান আজও শুনি লোক পরম্পরায় ।।


পুতুল নাচের জন্ম গাঁথা আজও শোনা যায়
সুতোর টানে নেচে পুতুল কাহিনী শোনায়
ও তাই, শহর গ্রামের সরল মানুষ দেখলে মজা পায় ।।


গঞ্জ গ্রামের সংস্কৃতি যাত্রাপালা ভাই
নানান উপলক্ষে আমরা তারও দেখা পাই
সবাই, ফল ফসলে মাছে ভাতে সুখে দিন কাটায় ।।


নানা ধারার সাধ্য সাধন রাগ রাগিনীর গান
সঙ্গীত সম্রাট নাম পেয়েছেন আলাউদ্দীন খান
আবার, সাধু শব্দ গাউস কতো মেলে এক ধারায় ।।