অসৎ লোকেরা চোর, বাটপার ঘুষখোর
স্বভাবেও মন্দ চরিত্র
দূর্নীতি পরায়ণ, ক্ষতিকর হয় মন
কার্যকলাপ অপবিত্র ।
কুপথে চলাচল কে জানে কি করে না করে
ওরা সর্বনাশা হয়, ওদের সাথে চলা নয়
ওরা শেষে সবাই ধরা পরে ।।


সততাই মহৎ গুণ, কারণ......
সৎ থাকে সম্মানে সকলেই তা মানে
বিশ্বাস করে তাকে সকলেই
দিতে জানে অধিকার
করে না সে অবিচার
অন্যায় কাজে সেতো নেই নেই
সততাই বড় গুণ, জানে তা সকলেই সকলেই
তারা ভালোবাসা চায়
সবার ভালোবাসা পায়
লোকে মনে প্রাণে শ্রদ্ধা করে ।।


সদা সত্য বলিবেন, কারণ......
মিথ্যা বলে ঘৃণ্য জন
সত্য বলাই প্রয়োজন
মিথ্যা একদিন ধরা পড়ে যায়
যতোই কঠিন হোক না পথ
সত্যবাদী থাকে সৎ
সবার কাছে সে প্রশংসা পায়
সত্যকেই বেছে নিন
জীবনের হবে জয় হবে জয়  
সদা সত্য বলিবেন
সত্য পথে চলিবেন
সততাই মানুষের পরিচয় ।


ইচ্ছা থাকিলে উপায় হয়, কারণ......
ইচ্ছা যার দৃঢ়তার
পরাজয় হয়না তার
সাফল্যের দেখা সে পাবেই
ধৈর্য গুণ মনোবল
থাকে তার অবিচল
অভীষ্ট লক্ষ্যে সে যাবেই
উদ্যমের জোরে সে এগোবেই
নেই তো ভয়, নেই তো ভয়
সকল সফল জনে কয়
ইচ্ছা থাকলেই উপায় হয়
জীবনের শিখরে সে পৌঁছে যায় ।।