ওই সাঁঝের আকাশ লাল, কৃষ্ণচূড়াও লাল
চোখের আয়না তবু ধরে রাখে লাল বেনারসী
আমি বুঝি না চোখ নাকি মনটাই দোষী ।।
এখন এমনই সময়
দেখার সহজ ছবি তাকেও স্বপ্ন মনে হয়,
সেই স্বপ্নের জোছনাতে
দুয়ারে দাঁড়ায় চাঁদ পঞ্চদশী ।।
এখন বুকেরই আকাশ
সাজায় ব্যথার মেঘে সুখের তৃষ্ণা বারো মাস,
সেই তৃষ্ণার নীল ছায়া
রাখবে ধরে হায় কোন ষোড়শী ।।