ও সূর্য এখনই জাগিস না রে
ও পাখি এখনই ডাকিস না রে
বাসরের ফুল তুই ঝরিস না রে
মধুময় প্রহর হারায় না যেন
এ রাত যে থমকে দাঁড়ায় না কেন ।।


দু'হাতে লাজে কাঁকন বাজে
মুখে তো হয়নি কথা
কীযে ভীরু নিরবতা
এভাবে ফুরিয়ে যাবে কি এ রাত
পায়ে পায়ে আসবে কখন যে প্রভাত
সময়ের পল তুই সরিস না রে ।।


বাসনা আছে  বুকের কাছে
আবেগে থরো থরো
দ্বিধা নিয়ে জরো জরো
আঁচলে জড়িয়ে রয়েছে যে সুখ
দুরুদুরু তৃষ্ণা খোলেনি তো মুখ
আঁধারের পর্দা নরিস না রে ।।