বাংলাদেশের নানান জেলায়
নানান রূপের আকর্ষণ
নীলফামারী গিয়াই ফরমান পাই
ওরে, মাইনষে গিলাত সরল সিধা
কোনো কাজেই নাইরে দ্বিধা
রূপের শোভা যেদিক পানে চাই ।।


নীলের কুঠি নীল খামারি
ছিল একদিন সারি সারি
নুরুদ্দীনের বিদ্রোহে খান খান
আজকে চাষী ফলায় সোনার ধান
ফলে সবজি সর্বদাই নীলফামারী যখন যাই
সিডল পুরি ডর্তা করে খাই ।।


নীলফামারীর নীল সাগরে
দেশ বিদেশের পাখি চড়ে
দেখলে সে রূপ যায় জুড়াইয়া প্রাণ
উদাস হইয়া গাই ভাওয়াইয়া গান
পুন্ডু রাজা ছিলেন তাই নাইতো রাজবাড়ীটাই
পুন্ডু পুকুর বাজার আছে ভাই ।।


উত্তরের শিল্প নগরী
কীর্তিমানের নীলফামারী
যার উদ্যোগে কর্মি সবাই হয়
মঙ্গা এখন অতীতের বিষয়
স্বাবলম্বী হয় সবাই ভবিষ্যতের পথ দেখাই
কেউ রবে না বেকার ও বুখাই ।।