মুগ্ধ হৃদয় যেন সূর্যমুখীর মতো
সারাবেলা চেয়ে চেয়ে থাকে
সেই দুটি চোখ ছেয়ে হৃদয়ের ভাষা পড়ে
তোমাকেই নিরবে কাছে ডাকি ।।


তুমি বুঝোনি দু'চোখ কী যে চায়
ভেবেছো এই শুধু সংশয়
মুখেরও ভাষা আমি বুঝাতে পারিনি
লজ্জা কেন যে ঘিরে রাখে ।।


তুমি দেখেছো দু'চোখে শিহরণ
বুঝোনি সেই তো ছিলো নিবেদন
মনেরও নিরব কথা চোখেরো ছায়াতে
মুগ্ধ আবেশে ছবি আঁকে ।।