মনটা আমার মানুষেরই মন তো
ভাবছো কেন রইবে না তার সইতে পারার অন্তো ।।
তুমি যখন তখন বলছো
আমি এখনো এক রত্তি
সত্যি করে তুমি বলো
এই কথাটি সত্যি
বেশ তাও যদি হয় দোষ কি
এলে অকালে বসন্ত ।।
হলে ষোলকলা এই পূর্ণ
জানি বাড়াবে হাত অন্যে
কাঁদতে তোমায় হবেই তখন
এই আমারই জন্যে
হায় দোষ কি আমার রইবে
তুমি জেগে ও ঘুমন্ত ।।