মিছে ভুল বুঝো না আমায়
ফিরে যদি যেতে চাও বলবো না কিছু
জানি পথ ফেরাবে তোমায় ।।


আমি তো চিরদিন আধারেই রয়েছি
নিজেরই মনের সাথে কথা কয়েছি
কাছে কেউ আসেনি আমার
আমিও তো বলিনি বিদায় ।।


যদি বা এলে তুমি কেন কাছে এলে না
আঁধারে প্রদীপ কেন জ্বেলে দিলে না
পেরিয়ে অচেনা এ আঁধার
শোনো নি তো তোমাকে যা চাই ।।