মাটির গভীর থেকে উঠে আসা ভালোবাসা
হৃদয়ে হৃদয় মেলে ধরবো সবাই 
চির সুন্দর এই দেশ আমার বাংলাদেশ
আরও সুন্দর তাকে গড়বো সবাই ।। 
আজ এগিয়ে যাবার কথা বলতে হবে
হাতে হাত রেখে সাথে চলতে হবে 
এদেশের প্রতি ঘরে সকলের অন্তরে
প্রেমের আলো হয়ে জ্বলতে হবে 
প্রতিটি খুশির দিন জড়িয়ে হাজার দিন 
বাংলাদেশের বুক ভরবো সবাই ।। 
আজ আগামী দিনের দ্বার খুলতে হবে 
ভেদাভেদ সব কিছু ভুলতে হবে 
কোটি প্রাণ কোটি পথে জীবনের সংগ্রামে 
নতুন আশা ভরে তুলতে হবে 
হাজারো পাখির গান মিলিয়ে দেশের গান 
ছন্দে সুরের মালা পরবো সবাই ।।
