কতো পথ পাড়ি দিলে জলের ধারাকে বলে নদী 
আমিও যেতাম বয়ে সে হিসেব জানা যেতো যদি ।। 
কতোটা গহিন হলে পরে 
উপরে নীরব ধারা, খরস্রোত বয় অন্তরে 
জানলে হতাম আমি সে চলনে অমর ধ্রুপদী ।। 
কতোটা চলার পরে শোনা যায় সাগরের ডাক 
সে কথাটা অজানাই থাক । 
শুধু-ই চলার নেশা বুকে 
নিজেকে ক্ষয়ের শেষে ছোঁয়া যদি যায় বন্ধুকে 
জানলে যেতাম ছুটে খুঁজে নিতে পরম দরদী ।। 
--- মোহাম্মদ রফিকউজ্জামান // ০৩/০১/২০২০
