কতো হাজার বছর ধরে
এই পথে এই প্রান্তরে
গান শুনিয়ে ধন্য হলো
বাউল মন আমার
কতো বার কতো ঝঞ্ঝা এলো
কতো কি হারিয়ে গেলো
কতো বিষে নীল হলো এই
গানের অলঙ্কার ।।
এই মাটিরই গন্ধে রসে
এই মাটিরই প্রাণ পরশে
দুঃখে সুখে আমার গানের
নিত্য অভিসার ।।
যাক মণিহার রত্ন সোনা
জান গেলেও গান দেবো না
স্বপ্ন সাধে এ গান আমার
সত্য অধিকার ।।