কথা বলো কম কম
কারো মুখে গানের কথা
কারো অভিমানের কথা
কারো শুধু কথার কথা
কারো বুকে ব্যথার কথা
এতো কথা বলে সবাই
তবু কথা ফুরায় না
শুধু কথা বলেও কারো
মনের জ্বালা জুড়ায় না ।।
কথা বলো কম কম..........


কথা বলাই কারো নেশা
কারো কথা বলাই পেশা
কথায় কথা মিলিয়ে
দেখে কথার মেলামেশা
কতো কথা কল্প কথার
নটে গাছটি মোড়ায় না ।।


কথা দেয়া ভালোবাসা
কথা রেখে ফিরে আসা
নানা কথার জাল বিছিয়ে
আজো বেঁচে আছে আশা
এমন মানুষ কয়জন আছে
কথা যারা ঘুরায় না ।।


কেউ শোনায় ভীতির কথা
কেউ বা রাজনীতির কথা
সবার প্রিয় মানুষ তো সেই
শোনায় যে সম্প্রীতির কথা
এমন কাউকে চাই যে মিছে
কথার ফানুস উড়ায় না ।।