কি এমন দুঃখ তোমার বলো
আমিও যা বইতে পারবো না
এতো ভালোবাসা বুকে নিয়েও
সইতে পারবো না ।।


পুড়ছো তুমি এমন কি অনলে
নিভবে না যা আমার চোখের জলে
কি কথা তোমার বুকে বেঁধে
আমিও যা কইতে পারবো না ।।


এই তো আমি নিবিড় দু'নয়নে
যাচ্ছি এঁকে তোমায় সঙ্গোপনে
কি ভেবে অমুক করে বলো
তবু পাশে রইতে পারবো না ।।