কেঁদেছিলে তুমি
এই বুকে মাথা রেখে কেঁদেছিলে তুমি
অশ্রুর কী বাঁধনে বেঁধেছিলে তুমি
ভুলে গেছো কি ?
ভুলে গেছো কি ??
ভুলে গেছো কি ?।
ভিজেছিলো বুক
ভিজেছিলো -----
প্রতিকারহীন এক কঠিন অসুখ ।
কী মিলনে মিশে যেতে সেধেছিলে তুমি
ভুলে গেছো কি ?
ভুলে গেছো কি ??
ভুলে গেছো কি ?।
আমি কাঁদি আজ
শুকানো জলের দাগে নেই নেই
দৃষ্টি ভোলানো কারুকাজ ।
দিয়েছিলে মন
দিয়েছিলে -----
চিরদিন জ্বলবার এ কোন মরণ ?
কী সুখে পোড়ানো মালা গেঁথেছিলে তুমি
ভুলে গেছো কি ?
ভুলে গেছো কি ??
ভুলে গেছো কি ?।
(১৮/০৮/২০১৭ - ২২/০৮/২০১৭)