কাঁদিসনে রে বোন, লক্ষ্মী সোনা বোন
চোখের পানি ফেলতে মানা
দুখের কথা বলতে মানা
আমার কথা শোন ।।


আজকে তোরে নতুন করে বলতে ইচ্ছে হয়
চোখের আড়াল হলে পরেই মনের আড়াল নয়
বাপের বাড়ি ছেড়ে যেতে চায়না যে হৃদয়
তবুও তো সব মেয়েদের বিদায় নিতে হয়
তিনটি ভাইয়ের আদরিনী
স্বামীর ঘরের সোহাগিনী
হবি রে এখন ।।


হাসিরে তুই হাসি হয়ে থাকিস সবার মুখে
ভালোবাসার আলো হয়ে থাকিস চোখে চোখে
দুঃখ যদি যায় রে ছুঁয়ে কোনোদিনও তোকে
সেই ব্যথা যে তোর চেয়ে বেশি বাজবে আমার বুকে
সবটুকু যে চোখের পানি
আমায় দিয়ে যা এখনি
থাকুক জুড়ে মন ।।