কাছেই তো আছো তবুও যেন কাছাকাছি নেই
এতো ভালোবাসা এতো কাছে আসা
তবুও ভরে না মন কিছুতেই ।।


এই মেঘলা আলোক এই মেঘের দু'চোখ
সবই তো হয়েছে আমার আপন
তবু আজ আরও কীযে পেতে চায় মন
আমার যা কিছু সবই দিয়েছি তোমাকেই ।।


এই নির্জনতা এই সুখের ছোঁয়া
তবু যে রয়েছে কিসের আড়াল
না বুঝার ছলে তুমি আছো এতো কাল
আড়াল যা আছে তোমারই হয়ে থাক আড়ালেই ।।