জীবন বীণা বাজে না, বাজে না
তুমি না সাজালে সাজে না, সাজে না ।।


যতো বলি মন গেয়ে যা
সারে রে নি নি সা পা সা সা
তুমি ছাড়া কোনো স্বর যেন সুরে লাগে না
পথ চেয়ে দুটি চোখ, জেগে থাকে অপলক
তুমি ছাড়া কিছু খোঁজে না, বোঝে না ।।


যতো বাঁধি সুর সেতারে
কেটে যাবে বারে বারে
তুমি ছাড়া কোনো তার সুরে বাঁধা থাকে না
তুমি ছাড়া আমি নেই, চিনি না তো নিজেকেই
আমি যেন কেউ অজানা, অচেনা ।।