যেন এক মুঠো রজনীগন্ধা
পাওয়ার দোলায় দুলে আমার হৃদয়ে এলো
সুরভিত হলো এই সন্ধ্যা ।।
আমি জ্বালিনি প্রদীপ আজ আঙিনায়
যেন প্রাণের আলোয় তাকে খুঁজে পাই
সেতো আমারই হৃদয়ে ছিল নিরবেই ঘুমিয়ে
হঠাৎ ভেঙেছে তার তন্দ্রা ।।
আমি পড়িনি নতুন কোনো মণিহার
যেন প্রথম পরশ মনে লাগে তার
সেতো আমারই হৃদয়ে ছিল নিজেকেই হারিয়ে
নিজেই হয়েছে মধূছন্দা ।।