যে সাগর দেখে তৃপ্ত দু'চোখ
মুগ্ধ তোমার মন
বুঝোনি তো তার ঢেউয়ের আড়ালে
ঢাকা কতো ক্রন্দন য ।।
উপলের বুকে ভেঙে পড়ে পড়ে
ব্যথার প্রবালে দ্বীপ গড়ে গড়ে
নিজের হৃদয় ঢেউয়ের আঘাতে
নিজে করে মন্থন ।।
বুকে যার ভরা অতুল রতন
কিসের অভাবে তার এ বেদন
বুঝোনি তো যাকে সীমাহীন দেখো
কোথা তার বন্ধন ।।