জারি সারি ভাটিয়ালী লোককাহিনীর গান
ও ভাই কিচ্ছা কথার গান
জানতে হইলে কিশোরগঞ্জে একবার ঘুইরা যান ।।


মহুয়া মলুয়ার পালা জগত জুড়ে নাম
আরও আছে চন্দ্রাবতী দস্যু কেনারাম
এসব পালা হাওড় ঘেরা কিশোরগঞ্জের দান
ও ভাই কিশোরগঞ্জের দান ।।


নৌকা বাইচে উচ্ছলে ওঠে বিল বাওড়ের জল
আজও আছে বীর বাঙালির লাঠি খেলার চল
গ্রামীণ খেলাধূলা যেন এই জেলাটির প্রাণ
ও ভাই এই জেলাটির প্রাণ ।।


মুক্তিযুদ্ধে কিশোরগঞ্জের মুক্তি সেনার দল
হানাদারদের সকল ঘাঁটি করেছে দখল
মান দিয়েও রেখেছে এই মাতৃভূমির মান
এই মাতৃভূমির মান ।।