যারে মন যা ক্ষপা তুই
যা গেয়ে তোর আপন তালে
সুরে তোর নিজে এসে মিলবে রে সে
আনন্দময় তার খেয়ালে ।।
দেখে তোর ভাবের স্বভাব
ঘোচাবে মিলের অভাব
সাধনে বাঁধন কোথায় নিজে সে দেবে জবাব
ফোটাবে দিনে রাতে আপন হাতে
প্রেমের কুসুম ডালে ডালে ।।
ভেসে তোর গানের ভেলায়
মাতিয়ে রঙের খেলায়
হবে সে পাড়ের মাঝি ওপারে যাবার বেলায়
লুকিয়ে তোরই মাঝে সে বিরাজে
আপন রসের মায়াজালে ।।