যারে যারে মেঘ যারে
বাদলেরই মাসে সে যদি না আসে
কদম কেয়া কি মন ভরে দিতে পারে ।।


ঝরো ঝরো ঝরো ঝরো যখন তখন
মানে না তো মন
একাকী নয়নে শুধু কাঁদে দু'নয়ন
অহরহ এ বিরহ কে বোঝাবে তারে ।।


বিজরী চমকে বুকে এ কোন অনল
জ্বলে অবিরল
তারে কি নেভাতে পারে বরষারই জল
সাথী হীনা মনো বীণা সুরে বাজে নারে ।।