হৃদয়েরও সবটুকু মাধুরী
কি করে জানি না কি করে
গান হয়ে সুর হয়ে আকাশে আকাশে আজ
পড়েছে ঝরে ঝরে ।।


হাজার খুশির অনুরঞ্জন
দু'চোখে হয়েছে আজ অঞ্জন
যেন অনুক্ষণ এই মন রয়েছে ভরে ।।


প্রাণের পরাগ নিশি গন্ধায়
সুরভী পেয়েছে এই সন্ধ্যায়
আমি তারই রেশ সে আবেশ রেখেছি ধরে ।।