হায়রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ
দেখার চোখ খোলা হলেও বিবেকের চোখ বন্ধ ।।


নেই পরিবার নেই রে সমাজ, নেই কোনো দায়বোধ
দুর্নীতি তাই নীতি কারো বলে দেখায় ক্রোধ
দেখতে বসে লজ্জিত হয় মা মেয়ে দর্শক
মিডিয়াতে অশ্লীলতা প্রদর্শনের ঝোঁক
লাইক কমেন্ট ফলোয়ার দেখেই পায় তারা আনন্দ ।।


হাতে হাতে মোবাইলের ক্যামেরার আতংক
কখন যে কার ছবি তোলে মিলাবে ভুল অঙ্ক
ফেসবুকে সব বন্ধু খুঁজে সমাজ থেকে নয়
চমক ভাঙে জানে যখন আসল পরিচয়
সিধ কেটে কয় হায়রে আমার এমনি পছন্দ ।।