হাওড় বাওড় পাহাড় নদী
মরমিয়া গান দরদি
সুনামগঞ্জের সুনাম রে ভাই চাই শোনাতে চাই
মন জুড়ানো এই জেলাটির নেই তুলনা নাই ।।
ভাবের গানের মহা ভান্ডার সুনামগঞ্জে আছে
বিচ্ছেদিতে কাঁদে মানুষ ভাওয়াইলে নাচে
তত্ত্ব কথার সত্য তাদের গানে খুঁজে পাই ।।
সাগর সমান অগাধ পানি টাঙ্গুয়ার হাওড়ে
টেকের ঘাটের শোভা দেখে দু'চোখ যাবে ভরে
ছোট্ট বড় টিলার সাথে চলার বন রে ভাই ।।