হাওড় বাওড় নদী পাহাড় ও সমতল
নয়ন ভরিয়ে দেয় এই মাটি এই জল
লাখো লাখো মানুষের স্বপ্নে ভরা
নৈস্বর্গিক শোভা নেত্রকোনা
আমাদের প্রিয় জেলা নেত্রকোনা ।।


কতো শত সাধক ও কবিদের গান
এই বিশ্বে বাড়িয়েছে খ্যাতি সম্মান  
সাদা মাটির পাহাড়ে যে
খনিজের বাহারে যে
সেই প্রকৃতির মহা সঞ্চালনা ।।


নৃগোষ্ঠী হাজং ও গারো এ জেলায়
মূল স্রোতে মিশে গেছে প্রাণের এ মেলায়
সকলেই সম মনে
গড়ে চলি মনে প্রাণে
এই দেশের আগামীর সম্ভাবনা ।।