গুনগুন গুনগুন গুঞ্জন
কানে কানে গেয়ে যাও সারাক্ষণ
তুমি গেয়ে যাও শুধু গেয়ে যাও
আমি শুনে শুনে আনমনে হয়ে যাবো খুন ।।


কেনো দূরে সরে যাও সঙ্গিনী করে নাও
প্রজাপতি বরনে আমাকে সাজাও
ভীরু সোহাগে শত পরাগে
আমি ফুলে ফুলে দুলে দুলে ফোটাবো ফাগুন ।।


সুরে সুরে ভরে প্রাণ অন্তরে আনো গান
ভেঙে ভেঙে ঝরে যাক যতো অভিমান
বাঁধা পেরিয়ে দিশা হারিয়ে
আমি সুখে সুখে সারা বুকে জ্বালাবো আগুন ।।