গল্পের শুরুটা তো ছিলো সুন্দর
একই সুরে বাঁধা ছিলো দুটি অন্তর
ছোট ছোট ভালো লাগা, অনুরাগে ছিলো রাঙা
দু'জনারই চোখে ছিলো স্বপ্নের ঘর
হঠাৎ স্বপ্ন ভেঙে এলো ঝড়
এলোমেলো হয়ে গেলো সাজানো প্রহর ।।


দু'চোখে আলোর মতো শান্তি ছিলো
আলেয়ার জ্বালা তাকে চমকে দিলো
ভুলে গেলো কে আপন কে যে তার পর
গল্পটা হয়ে ওঠে বেদনা কাতর ।।


বিলাসী রঙিন মোহে অন্ধ হয়ে
পুড়ে যায় সারা বুক কষ্ট বয়ে
ফিরে দেখে ভেঙে গেছে আশার বাসর
গল্পটা হলো শেষে ধূধূ বালুচর ।।