গলির মোড়ের ভাঙা বাড়িটার উদম ছেলের মুখে পসন্নতা
আমার চোখে তো তারই নাম স্বাধীনতা  
দুরন্ত কোনো কিশোরের চুলে বাতাসের আকুলতা
আমার চোখে তো তারই নাম স্বাধীনতা ।।


আমার চোখে তো স্বাধীন সত্তা হাসে
যুবকের অনায়াস নিশ্বাসে
মাঠ বৃষ্টির মাঠ ভেঙে ফেরে মোটা ভাতের নিশ্চয়তা ।।


আমার চোখে তো স্বাধীন স্বপ্ন দোলে
অধিকার লেখা এ মাটির অঞ্চলে
পা রাখবার ঠাঁই টুকু ঘিরে শুধু আপন দুটি হাতের নির্ভরতা ।।