গোধূলি চলে যেওনা
কি করে দেখবো তারে যে এলো অভিসারে
আঁধারে দু'চোখ ছেওনা ।।


বুক কাঁপে দুরুদুরু এখনো হয়নি শুরু
চোখে চোখে চোখ রেখে কথা বলা
নীড়েতে ফেরেনি পাখি এখনো অনেক বাকি
বন ছায় মিটিমিটি জোনাক জ্বলা
ওগো সূর্য তুমি মাটিতে তরী বেওনা ।।


হাত ধরে বসে থাকো নাম ধরে কাছে ডাকো
নিঃশ্বাসে ছুঁয়ে ছুঁয়ে যাও না তুমি
এ মনের সুরে সুরে থাকো তুমি বুক জুড়ে
তুমিহীন এ জীবন মরুভূমি
ওগো লক্ষ্মী তুমি বিদায়ের গান গেওনা ।।