গানে গানে চেনা হলো
চোখে চোখে কথা হলো
কথা হলো না না না
এসো গানের আড়াল ছেড়ে বসি মুখোমুখি
না বলো না, তুমি না বলো না ।।
কাছে এসো আরও কাছে বুকেরই ভিতর
প্রাণে প্রাণে গড়ে তুলি স্বপ্ন বাসর
লজ্জার সব বাঁধা আজ ভোলো না ।।
দুটি হাতে বেঁধে রেখো জীবন ও মরণ
যতো ভালোবাসি তবু ভরবে না মন
এই বুক সুখ দিয়ে ভরে তোলো না ।।