একটা ভুলই ছিলো তোমার আমার ভালোবাসা
তুমি ভুল করো নি ভেঙে দিয়ে
এই হৃদয়ের স্বপ্ন আশা ।।
স্বপ্ন দেখালে তুমি শুধু দু'দিনের
আমিতো ভেবেছি তাকে চিরদিনের
যাবেই বলে তুমি এসেছিলে
বুঝিনি তোমার ওই মনেরই ভাষা ।।
চিনতে তোমাকে আমি করেছি যে ভুল
দিয়েছি হারিয়ে সবই তারই মাশুল
ভুলেই তোমায় প্রাণে বেঁধে ছিলাম
ছিলো অতিথির মতো তোমারই আশা ।।