একাত্তরের যুদ্ধের দিনে
তোমার মূল্য নিয়েছি মা চিনে
প্রতিজ্ঞা ছিল শিকল না ভেঙে
ঘরে ফিরে কেউ আসবো না
তোমার মুক্তি ছাড়া তো আমরা
বাঁচতেও ভালোবাসবো না ।।


প্রতিজ্ঞা হয়ে উড়ছে পতাকা মাগো
তুমি যেন চির বিজয়িনী বেশে সূর্য সাজিয়ে জাগো
আমরা তোমার স্বাধীন হাসির বদলে
কোন সুখ চেয়ে হাসবো না ।।


প্রতিজ্ঞা আজও করছি তোমাকে ছুঁয়ে
এতটুকু কালি লাগে যদি মাগো রক্তে তা দেবো ধুয়ে
আমরা জয়ের ধারায় ভেসে চলা  ছাড়া
কোনো ভুল স্রোতে ভাসবো না ।।