এক সজীব অমর কবিতা আমার এ দেশ
যার প্রতিটি সকালে সম্ভাবনার সূর্যেরও উন্মেষ ।।
স্বদেশ আমার চির প্রিয়তম ছবি
এ নিবিড় প্রকৃতি হৃদয়ের বান্ধবী
এই কোমল শোভার অনুরাগ নিয়ে
দুটি চোখ অনিমেষ ।।
আজীবন ভালোবাসা
অন্তবিহীন স্বপ্নের রঙে রঞ্জিত সে কি আশা ।
স্বদেশ আমার প্রিয় গীতিময়ী তুমি
এই জীবন দোলানো মরণের মৌসুমী
এই গভীর পাওয়ায় যতো পাই ততো
রয়ে যায় অবশেষ ।।