এইতো আমার দোষ আমি হইলাম মানুষ
হুঁশ রাখতে গিয়া শুধু হইলাম রে বেহুঁশ ।।


শিশুকালে নিঃপাপ ছিলাম ফুলেরই মতন
সেই ফুলেরই কিটে এখন করিলো দংশন
ছয় ঋতুর ওই উস্কানিতে পথ হারাইয়া আন্ধার রাইতে
আমি হই পাপী আর সে হয়রে নাখোশ ।।


দিন গেল রাত্রি আইলো জানিনা কখন
কেমন কইরা ফুরাইলো এ সাধের ওই জীবন
তার মনের ওই সাধ মেটাতে স্বপ্ন দেখি দিনে রাতে
আমি হই অসহায় রঙেরও ফানুস ।।