এই রাত্রিকে থেকে যেতে বলোনা আরও কিছুক্ষণ
এতো সুখ বুকে নিয়ে যদি হয় হোক না মরণ ।।
এখন স্বপ্ন দেখাও ভালো লাগে না
ঘুমকে বলে দাও তোমাকে দেখছি আমি
ঘুম যেন আর আসে না
দ্যাখো চাঁদের মতন করে পূর্ণ হয়েছে প্রেম
ওকে ক্ষয়ে যেতে করো না বারণ ।।
এখন ঝরলে হাজার কলি ঝরে যাক
এই তো আমি আজ নীরবে ফুটছি দ্যাখো
এই সুখে মন ভরে থাক
আহা কানায় কানায় ভরে কাটছে আবেশে রাত
তুমি বুকে রাখো তারই শিহরণ ।।