এই খুশির দিনে সবাই সবার হবো আপন
আজ ভুলবো সবাই সকল বিভেদ সকল বাঁধন
সেই শিশুদের ডাকবো যারা , উঠছে বেড়ে শিক্ষা ছাড়া
শিশু শ্রমিক মিনতি হয়ে, যাচ্ছে পরের বুঝা বয়ে
আজ তুলবো ভরে এই খুশিতে তাদের ও মন ।।
যে শিশু তার কোমল হাতে, ইট ভেঙে যায় দিনে রাতে
নিজে ঝুলে এক হায়রে, টেম্পু বাসে যাত্রী তোলে
সেই শিশুটিও পায় যেন আজ আনন্দ ক্ষণ ।।
বই খাতা নেই যাদের হাতে, ভিক্ষা চেয়ে দু'হাত পাতে
আজকে তারা সবাই এসে, জীবনকে নিক ভালোবেসে
আজ সবাই সবার প্রাণে প্রাণে হয় যেন স্বজন ।।