এই দিগন্ত ছোঁয়া ফসলের মাঠ
হৃদয়কে করে স্বপ্নে ভরা
বহতা নদীর সঙ্গে জড়ানো জীবনের শত ছন্দ
এই রূপসী বাংলা মুগ্ধ দু'চোখে দেখেছে জীবনানন্দ ।।


আমার এ দেশে যতো রূপ বারো মাসে
কবিতায় তার কতটুকু আর আসে
এই সোনার মতন মানুষের মন
ভালোবাসা বাসি থাকে আজীবন
কতো বিচিত্র রূপে দোলা দেয় অনায়াস ভালো মন্দ ।।


নদীর সুতোতে গাঁথা হয় সারি সারি
লাখো গ্রাম আর লাখো লাখো ঘরবাড়ি
আর উদাস পরাণ, বাউলের গান
জারি, সারি, পালা, ভাটিয়ালী টান
যেন অনন্ত সুরভিত সুর অনাবিল সে আনন্দ ।।