এ দেশের মাঠে দস্যি হাওয়ার
অবিরাম কাড়াকাড়ি
শর্ষে ক্ষেতের নবীন হলুদ শাড়ি
আমি যে দোয়েল বাংলাদেশের
শ্যামলা বরণ নারী ।।


কোমল মাটির বুক জুড়ে বোনা
যেমন সোনালী আশা
আমার বুকেও তেমনই ভালোবাসা
এ মাটির সাথে প্রাণের বাঁধন
মরণেও জানি হবে না তো ছাড়াছাড়ি ।।


নরম নদীর কোল ছুঁয়ে ছুঁয়ে
যেমন রূপালী ধারা
আমার চোখেও তেমনই দুটি তারা
এ নদীর সাথে সুখের দুখের
স্বপনে আমি ধাপে ধাপে দেবো পাড়ি ।।