এ বুঝি তোমার ভালোবাসা নয়
আমায় কাঁদতে শুধু অভিনয়
এ বুঝি আমার প্রেমে পরাজয়
এ বুকে ব্যথাই হবে শুধু সঞ্চয় ।।
তবু দু'চোখে স্বপ্ন সাজে
সানাই কেঁদে হৃদয়ে বাজে
মুছে যাবে কি সব পরিচয়
বুঝিনা কেন যে তাই মনে হয় ।।
এতো সহজে যায় কি ভোলা
স্মৃতির কাঁটা যাবে কি খোলা
মিছে হবে কি সব অনুনয়
নিরবে বাসনা হয় বুঝি ক্ষয় ।।