ঢেউ ছল ছল গানে মেঘ টলমল গানে 
সবুজ মাঠের প্রাণে কোমল মাটির ঘ্রাণে 
বুকের ভাষা সহজ সুরে মুখের ভাষা হয় 
সেই ভাষাতেই বলি আমার সহজ পরিচয় ।।
বাউল কবির এক তারাতে
যে সুর ওঠে দিনে রাতে 
সে তো আমার মনের কথার
মনটা ছুঁয়ে রয় ।।
বইয়ের মাচার দূর্বা ঘাসে 
যে গান নিয়ে দোয়েল আসে 
সে তো আমার সকল সুখের
স্বপ্ন হয়ে রয় ।।
