দারুণ গরম ঈদের বাজার
মানুষ ঘোরে হাজার হাজার
টাকা ওড়ে লাখে লাখে রে
লাখো নর নারীর ভিড়ে
নানা রকম গাড়ির ভিড়ে
গরম এসে গায়ে লাগে রে ।।


সাজুক সে কেউ হাজার ফ্যাশন
তারপরও চাই বিলাস বেশন
গলা ছেলা মুরগি যেমন
চুল কেটে কেউ হয়রে তেমন
পাঙ্কু সেজে কেউ বা চুলে
বিচিত্র রং মাখে রে ।।


চারিদিকে রঙের বাহার
খুশবু ছড়ায় খাদ্য খাবার
একদিকে সম্পদের পাহাড়
আরেকদিকে নাইরে আহার
ফুর্তি দেখে ফ্যাল ফেলিয়ে
শুধুই চেয়ে থাকে রে ।।