ছোট্ট গাঁয়ের স্টেশনে সেই মেয়েটির অন্নেষণে
দাঁড়াই এসে সকাল দুপুর সাঁঝে
আসবে বলে বিদায় নিলো, যাবার সময় কেঁদেছিলো
সেই গেল আর ফিরে এলো না যে ।।


ছবি তোলায় ব্যস্ত ছিলো ছবির মতো মেয়ে
গাঁয়ের পথে প্রথম দেখা, ঘুরছিলো সে একা একা
থমকে হঠাৎ উঠলো হেসে, আমার দিকে এসে
প্রথম পরিচয় থেকে, করলো আপন বন্ধু ডেকে
সঙ্গী করে নিলো আমায় নিজের সকল কাজে ।।


বউ ঝিয়েরা মুখ লুকাতো যেতো সে যার বাড়ি
বুঝতো না সে কিসের ভয়, সেও তো নারী, পুরুষ তো নয়
বুঝতে পেরে আমি তাকে কিনে দিলাম শাড়ি
সাজলো সে যেই শাড়ি পড়ে, দেখি চেয়ে নতুন করে
মনে হলো মানুষ তো নয় পরী শাড়ির ভাঁজে ।।


চলতে পথে হঠাৎ থেমে শুনতে চেতো গান
আমি তাকে বাউল সুরে, নিয়ে যেতাম অনেক দূরে
আজ কেন তার সাথে আমার এমন ব্যবধান
তবে কি সে কারো ঘরে, বউ হলো ঘর আলো করে
শূন্য আমার বুকটা চিড়ে ঘন্টা শুধুই বাজে ।।