চোখ মেলতেই একটি নতুন সকালের মুখোমুখি
প্রথম সূর্য জানালায় দিলো উঁকি ।।
বললো ডেকে, শুভ হোক সারাদিন ভালো থেকো
জীবনকে রেখো বাঁধা বন্ধনহীন
চোখ দুটি হোক সবুজ শোভার
নিবিড় স্বপ্নে সুখী ।।
বললো ডেকে, বুকে নাও অনুরাগ ভালোবাসো
সাজাও হৃদয়ে আশা পুষ্পের রাগ
সেই আশা হোক নতুন প্রাণের
রঙিন সূর্যমুখী ।।