ছায়া ছায়া দীঘির পাড়ে
আঁকা বাঁকা নদীর ধারে
চেনা চেনা মুখ,
চেনা আকাশ, চেনা বাতাস
চিরচেনা সুখ  
আমার বাংলাদেশের মুখ ।।


সারি সারি খড়ের বাড়ি
মাটির দাওয়া, মাটির হাঁড়ি
মাটির মানুষ মাটির মতোই
মায়া ভরা বুক ।।


প্রাণে প্রাণে, প্রাণের বাঁশি
সহজ কথা সহজ হাসি
ভালোবাসা আলো আশায়
সহজে উন্মুখ ।।